by
11:42 PM
0
comments
internet
Microsoft
Microsoft Office
Software
Technology
Tips & Tricks
Tutorial
Windows
এ মাসেই আসছে মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ ‘অফিস ২০১৬’। নতুন এই সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং থাকছে কিছু নতুন ফিচারও।
মাইক্রোসফটের ‘মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট’ নীতিকে সামনে রেখে ক্লাউড ভিত্তিক কিছু ফিচার যুক্ত করা হয়েছে মাইক্রোসফট অফিসের নতুন এই সংস্করণে। অফিস ২০১৬ ব্যবহার করে ওয়ান ড্রাইভে থাকা ফাইল সরাসরি সম্পাদনার সুযোগ থাকছে। শুধু তাই নয়। একই ফাইল একসাথে একাধিক ব্যবহারকারী সম্পাদনা করতে পারবেন।
মাইক্রোসফট অফিস ২০১৬ এ যুক্ত হচ্ছে ‘টেল মি’ নামের একটু সার্চ টুল। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের এই ফিচারটি ব্যবহার করে বিভিন্ন ফিচার সহজেই খুঁজে নেওয়া যাবে।
টাচ ডিভাইসের জন্য আরও ব্যবহারকারী বান্ধব করে তৈরি করা হচ্ছে অফিস ২০১৬।
চলতি মাসের ২২ তারিখ থেকেই পাওয়া যাবে অফিস ২০১৬। তবে এর মূল্য কতো হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
0 comments:
Post a Comment