মোবাইল চোরকে ধরার জন্য অ্যান্ড্রয়েডে যে পদক্ষেপগুলো নেয়া জরুরী

by 2:28 AM 0 comments


স্মার্টফোনের এই যুগে সবাই দামি দামি মোবাইল ব্যবহার করে থাকে। এত দামি ফোনগুলো যখন চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তখন অনেক রকম সমস্যাই হতে পারে। হয়তো নতুন ফোন কেনা যাবে কিন্তু চুরি হওয়া সেই ফোনে অনেক ব্যক্তিগত তথ্য থাকতে পারে যে কারণে ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে। এছাড়া চোর যদি মোবাইলে সব কিছুই খুব সহজে পেয়ে যায় তাহলেতো আপনি স্মার্টফোনের স্মার্টইউজার হলেন না। মোবাইল হারিয়ে যাক বা চোরে নিয়েই যাক ফোনের লোকেশন বের করা বা ফোনের সকল ডাটা মুছে দেয়ার ক্ষমতা আপনার আছে। অ্যান্ড্রয়েড ফোনের এই নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন তা এই পোস্টে আলোচনা করা হয়েছে। অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক থার্ডপার্টি অ্যাপস রয়েছে যা দিয়ে মোবাইল লক করা, লোকেশন ট্রেস করা বা রিমোটলি ডাটা মুছে দেয়া যায়। তবে ডিফল্টভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে এই ফিচারগুলো রয়েছে।

Lock code
আপনি আপনার মোবাইলে পিন কোড সেট করে রাখতে পারেন। সেটা হতে পারে ৪ থেকে ১৭ অক্ষরের পাসওয়ার্ড। অ্যান্ড্রয়েড ফোনে প্যাটার্ন ফিচারও রয়েছে যা এখন অনেকেই ব্যবহার করছে। তবে এটার সমস্যা হলো একই প্যাটার্ন সব সময় ব্যবহার করার কারণে ডিসপ্লেতে এক ধরণে চিহ্ন তৈরি হয়ে যায় যা দেখে চোর খুব সহজেই এটা খুলে ফেলতে পারে। এছাড়া ফেস আনলক ফিচারও রয়েছে যা বেশ উপযুক্ত ফিচারই বলা যায় তবে সব মিলিয়ে পাসওয়ার্ড লকটাই বেশি নিরাপদ। তবে কিছু কিছু ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও রয়েছে!

মোবাইল ট্রেসিং সিস্টেমঃ

Android Device Manager
অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের লোকেশন বের করা যায়। অর্থাৎ এই মোবাইলটি যদি চুরি হয় তাহলে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারের সাহায্যে মোবাইলের বর্তমান লোকেশন বের করা সম্ভব। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল সেটিংস মেনুতে গিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর remotely locating, locking, and resetting your phone এই বক্সেগুলোতে চেক করে দিতে হবে।
Android Device Managerঅ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ট্রেস করা স্থান।হারানো ফোনটি খুজে বের করার জন্য প্রথমে Android Device Manager site এ গুগল আইডি দিয়ে লগ ইন করতে হবে। সেখানে আপনার সকল ডিভাইস প্রদর্শন করবে যেগুলো এই আইডি দিয়ে আপনি ব্যবহার করছেন। প্রতিটি ডিভাইসে ক্লিক করলেই গুগল ম্যাপে লোকেশন দেখতে পারবেন। আর হ্যা অবশ্যই ফোনে ইন্টারনেট থাকতে হবে।

 
 
অ্যান্ড্রয়েড ফেস লক ফিচার।
আরো কিছু অপশন রয়েছে যেমন নতুন লক কোড সেট করা, ৫ মিনিট ফুল ভলিউমে মোবাইল বাজবে হোক সেটা সাইলেন্ট মুড এবং সেটের সকল ডাটা মুছে দেয়া। তবে থার্ড পার্টি অ্যাপসগুলোতে আরো অনেক ফিচার রয়েছে।
অ্যান্ড্রয়েড মোবাইল যদি অফলাইন মুডে থাকে বা পাওয়ার বাটনের মাধ্যমে সুয়িচ অফ করে দেয়া হয় তাহলে এই পদ্ধতিগুলো কাজে আসবে না। তবে মোবাইল অন করার পর আপনি নটিফিকেশন পেতে পারেন। আর ডাটা যখন মুছে ফেলবেন তখন আর কোন ট্রেসিং ফলাফল পাবেন না। আর হ্যা মোবাইল মেমরিই শুধু মুছে যাবে রিমোটলি, মেমরি কার্ডের ফাইল মুছবে না। তাই সাবধানে মেমরি কার্ড ব্যবহার করুন।
অপারেটিং সিস্টেম অনুযায়ি তুলনামূলক চিত্রঃ
Feature iOS Android Windows Phone
Mobile app Yes No No
Device tracking Yes Yes Yes
Remote wipe Yes Yes Yes
Remote screen lock Yes Yes Yes
Play a sound Yes Yes Yes
Onscreen message Yes No Yes
Prevent new activations Yes No No
Lock code choices 4-digit PIN or password 4- to 17-digit PIN, password, pattern, or face unlock 4- to 16-digit PIN only
Features accessible from lock screen Siri (including placing a call, or sending a text), Notification and Control centers Missed calls & text messages None

সব মিলিয়ে বলা যায় সহজ ইন্টারফেস এবং ফ্রি অ্যাপসের জন্য অ্যান্ড্রয়েড আদর্শ। তবে গুগলের উচিত অ্যাপলের মত অ্যান্ড্রয়েডে আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করা।

Unknown

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments:

Post a Comment