কম্পিউটারে
ভুল করে ফাইল ডিলেট অথবা ড্রাইভ ফরম্যাট হয়ে যায়নি এমন কম্পিউটার
ব্যবহারকারী হয়তো খুজে পাওয়া যাবে না। সেটা হতে পারে ছবি, ভিডিও, গান অথবা
কোন প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ কম্পিউটারের যে কোন ধরণের ডাটা ফাইল। Shift+
Delete চেপে যে কোন ফাইল ডিলেট করার পর তা রিসাইকেল বিনেও থাকে না।
তারমানে সেটা একবারেই ডিলেট হয়ে যায়। তাহলে ভুল করে এই ধরণের ডিলেট হয়ে
গেলে উপায় কি? অথবা ভুল করে কোন ড্রাইভ ফরম্যাট হয়ে গেলে সেই ফাইলগুলো কি
চিরতরে হারিয়ে গেল?
রিকিউভা সফটওয়্যারের ফিচারঃ
- ভুল করে ডিলেট করা ফাইল রিকভারি করা। কম্পিউটার, পেনড্রাইভ, ক্যামেরার ফটো অথবা আইপডের গান যাই হোক না কেন তা রিকভার করতে পারে এই সফটওয়্যার।
- কম্পিউটারের কোন ড্রাইভ যদি ফরম্যাট হয়ে যায়, দেখতে পুরোপুরি সেই ড্রাইভ থেকেও ফাইল রিকভার করে দিবে রিকিউভা।
- ইমেইল ও রিকভার করে রিকিউভা! মাইক্রোসফট আউটলুক, মজিলা থান্ডারবার্ড অথবা উইন্ডোজ লাইভের মেইলগুলো রিকভার করতে পারে রিকিউভা।
- আইপড অথবা MP3 প্লেয়ারের গান ডিলেট হয়ে গেছে? কোন চিন্তা নেই রিকিউভা গানের লিস্ট সহ তা রিকভার করে দিবে।
- মাইক্রোসফট ফাইল সেভ করতে ভুলে গেছেন? অথবা পিসি ক্র্যাশ করেছে? কোন টেনশন নেই রিকিউভা তাও রিকভার করে দিবে!
- রয়েছে Deep Scan ফিচার, যার কাজ হলো হারিয়ে যাওয়া ফাইল খুজে বের করে নিখুতভাবে। সময়ও বেশি নিয়ে থাকে।
- কিছু ফাইল আছে যা চিরতরে মুছে ফেলা দরকার। যেন কোন রিকভারি সফটওয়্যারও খুজে না পায়। হ্যা এমন ধরণের ডিলেট করতেও সাহায্য করবে রিকিউভা! যেই ফাইল আসলেই চিরতরে মুছে যাবে।
- রিকিউভার রয়েছে পোর্টেবল ভার্শন। অর্থাৎ ইন্সটলের নেই কোন ঝামেলা। যেখানে খুশি সেখানে নিয়ে ব্যবহার করা যাবে সহজেই।
- উইন্ডোজের সকল ভার্শন সাপোর্ট সহ প্রায় ৩৭+ ভাষা সাপোর্ট করে। আরোও বিস্তারিত জানুন এখানে।
Recuva এর কিছু স্ক্রিনশটঃ
স্ক্যান করছে রিকিউভা!

স্ক্যান করার পর স্ক্যান ফলাফল।

নির্দিষ্ট ফোল্ডার দেখিয়ে স্ক্যান করা হচ্ছে।

ডিলেট হয়ে যাওয়া অনেক ছবির মাঝে সঠিক ছবিটি খুজে পেতে থাম্বনেইল অপশনের সাহায্যে পাওয়া যাবে খুব সহজেই।

নির্দিষ্ট করে ছবি, গান বা ডকুমেন্ট স্ক্যান করা যাবে ফলে ডাটা পাওয়া যাবে আরো সহজে।

ফাইল ডিলেট হয়ে যাওয়ার সাথে সাথেই চেষ্টা করবেন রিকভারি করার। কারণ যে ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে সেই ড্রাইভে যদি নতুন করে ফাইল রাখেন তাহলে আগের ডিলেট হয়ে যাওয়া ফাইলের সাথে ওভাররাইট হয়ে যাবে। ফলে রিকভারি হবে না ঠিকভাবে। তাই ফাইল ডিলেট হয়ে যাওয়ার সাথে সাথেই রিকভারি করতে হবে। এছাড়াও স্ক্যান করার সময় অবশ্যই Deep Scan অপশনটি চেক করে দিবেন।
0 comments:
Post a Comment