ফেসবুক দিয়ে অর্থ আদান-প্রদান

by 12:57 AM 0 comments
ফেসবুক দিয়ে অর্থ আদান-প্রদান


বিগত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল যে ফেসবুক তাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ আদান প্রদানের ব্যবস্থা শুরু করবে। আর গত বছরের অক্টোবরে যখন একটি কোড ফাঁস হয় এই বিষয়ে তখন প্রায় সকলেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে দ্রুতই এই সুবিধা হয়তোবা চালু হবে। আর আজ ফেসবুক পুরোপুরি ভাবে এই সুবিধা সকল ইউএস নাগরিকের জন্যে চালু করল।

ফেসবুক আজ তাদের অফিশিয়াল ব্লগে এই বিষয়ে একটি খবর প্রকাশ করে। তাদের দেয়া তথ্যমতে, খুব দ্রুতই সেই সুবিধাটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপে চালু করা হবে। আর ফেসবুক এক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। অবশ্য, ফেসবুক ২০০৭ সাল থেকে নানা গেম এবং বিজ্ঞাপন দাতাদের জন্যে ট্র্যান্স্যাকশন নিয়ন্ত্রন করে থাকে আর বর্তমানে তা প্রতিদিন ১০ লক্ষ এর অধিক হয়। সুতরাং মেসেঞ্জারের মাধ্যমে এই নতুন সুবিধায় নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্যে খুব একটা সমস্যা হবে না।

নিরাপত্তার বিষয়ে ফেসবুক তাদের ব্লগে বলেছে, “অর্থ লেনদেনের ক্ষেত্রে ফেসবুক সবসময় নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ত দিয়েছে। আমরা এমন এক মাধ্যম ব্যবহার করি যেখানে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে এনক্রিপ্ট করা হয় এবং এটি ফেসবুক, ব্যবহারকারীর কার্ডের তথ্য সকল ক্ষেত্রেই। আমরা এক্ষেত্রে সর্বাধুনিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রযুক্তি ব্যবহার করি। একটি এন্টি ফ্রড বিশেষজ্ঞ দল সর্বক্ষণ সকল লেনদেন পর্যবেক্ষণ করে ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিরাপদ রাখতে।”

ফেসবুকে এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এটি বর্তমানে ফেসবুকের ইউএস এর ব্যবহারকারী পাবে। আর এক্ষেত্রে ব্যবহারকারীর ইউএস ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ডেবিট কার্ড থাকতে হবে। ক্রেডিট কার্ডে এ এই সুবিধা রাখা হয়নি নিরাপত্তা এবং অতিরিক্ত ফি এড়ানোর জন্যে।

অর্থ পাঠানোর ক্ষেত্রে যা করতে হবে-
  •  যাকে পাঠাতে চান তার সাথে মেসেঞ্জারে কনভারসেশনটি চালু করুন
  •  ‘$’ ডলার এর এই আইকনটিতে ট্যাপ করুন এবং কত অর্থ পাঠাতে চান তা লিখুন
  •   পে নামক অপশনটিতে ট্যাপ করুন এবং ডেবিট কার্ডের তথ্য দিন
অর্থ গ্রহন করতে যা করতে হবে-
  •  কনভারসেশনটি খুলুন
  •   ডেবিট কার্ডের তথ্য দিয়ে অর্থ গ্রহন করুন
  •  
যদিও অর্থ পাঠানোর সাথে সাথে গ্রাহক তা পাবে তবে তা ব্যাংকে দেখাতে ২-৩ দিন অতিরিক্ত সময় লাগতে পারে। ব্যবহারকারী চাইলে ডেবিট কার্ডের তথ্য দিয়ে সুরক্ষার জন্যে একটি পিন নির্বাচন করতে পারবে। এছাড়া আইওএস ব্যবহারকারীরা টাচ আইডি সুবিধা পাবে। অতিরিক্ত হিসেবে আরেকটি নিরাপত্তা পিনও দেয়া যাবে।

ফেসবুক এ সুবিধা মেসেঞ্জারের মাধ্যমে চালু করার ফলে মুলত মেসেঞ্জারের গ্রহণযোগ্যতা সকলের কাছে আরও শক্তিশালী করে তুলেছে। গত বছর চ্যাট করার জন্যে আরেকটি অতিরিক্ত অ্যাপ হিসেবে মেসেঞ্জার ব্যবহার করতে সকল ব্যবহারকারীকে বাধ্য করলে নানা সমালোচনার মুখে পরে ফেসবুক। এ নতুন সুবিধা ফলে এটি থেকে কিছুটা উঠে আসতে পারবে ফেসবুক। এছাড়া যদি ফেসবুক ভবিষ্যৎ এ ক্রয় বিক্রয় করার সুবিধা চালু করে তবে আরেকটি নতুন ডাটা পাবে তারা ব্যবহারকারীদের লক্ষ্য করে বিজ্ঞাপন ব্যবস্থা আরও উন্নত করতে।

তবে বর্তমানে ফেসবুক তাদের ব্যবহারকারিদের এ মাধ্যমে ব্যবহারের সময় বৃদ্ধির দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। ইতোমধ্যে ফেসবুকে গড়ে ২১ মিনিট করে দিনে সময় কাটায় একজন ইউএস ব্যবহারকারী। যা কিনা একজন ইন্টারনেট ব্যবহারকারীর মোট ব্যবহারের ৬%। হিসেবের দিক থেকে ফেসবুক বর্তমানে গুগলের পিছনে দ্বিতীয় অবস্থানে আছে এ দিক দিয়ে। এখন দেখা যাক ফেসবুকের এই নতুন সুবিধা ব্যবহারকারীর সময় ব্যয়ে কী পরিমাণে পরিবর্তন আনতে পারে।

Unknown

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments:

Post a Comment