ওয়েব
সাইট যদি তাড়াতাড়ি লোড না হয় তাহলে ভিজিটর যেমন থাকে না তেমনি SEO এর
জন্যেও খুব খারাপ। তাই সাইট যেন তাড়াটারি লোড হয় সেজন্য ইমেজ সাইজ কমিয়ে
দেয়া যেতে পারে। ইমেজের কোন কোয়ালিটি নষ্ট না করে সাইজ কমানোর অনেক পদ্ধতি
রয়েছে। তেমনই কিছু ওয়েব সাইটের খোজ থাকছে এই পোস্টে।
Shrink O’Matic
এটা এডোব এয়ার আপ্লিকেশন। ইমেজ রিসাইজ করার জন্য কাজের টুল। JPGs, GIFs এবং PNG ফরম্যাটের ইমেজগুলো ড্রাগ ও ড্রপ করে রাখলেই সেটিং অনুযায়ী রিসাইজ হয়ে যাবে। আউটপুট সেটিংস থেকে রোটেশন, আউটপুট সাইজ, নাম, লোকেশন, ফরম্যাট এবং ওয়াটার মার্কও যুক্ত করা যাবে। এছাড়াও রয়েছে EXIF ডাটা সাপোর্ট ফলে ইমেজ কম্প্রেস করার পরেও সকল তথ্য থাকবে অটুট।Smush.it
ইয়াহুর একটি অনলাইন সার্ভিস এটি। ইমেজের কোন ক্ষতি না করেই সাইজ কমাতে জুড়ি নেই এই সাইটের। JPEG, GIF ও PNG সাপোর্ট করে। রিসাইজ করা ছবি ডাউনলোড এর জন্য একটি লিঙ্ক দেয়া হয় যা ৩০ মিনিটের জন্য কার্যকর থাকে।RIOT
এই টুলসের সব চেয়ে বড় এডভান্টেজ হলো ইমেজ সাইজ রিডিউস করার আগে ও পরে দুইটাই পাশাপাশি দেখা যাবে। ফলে রিসাইজ করার পর ছবির কোন ক্ষতি হয়েছে কিনা সাথে সাথেই চেক করা যাবে।খুবই ছোট, গতিসম্পন্ন এবং এডভান্স ইউজারদের জন্য রয়েছে অনেক ফিচার। অনেক ধরণের ফরম্যাট সাপোর্ট করে এই টুলস।
PNG Gauntlet

এটা PNG ফাইল তৈরি করতে বিশেষভাবে তৈরি। JPG, GIF, TIFF ও BMP ফাইলগুলোকে PNG ফরম্যাটে রুপান্তর করে এটি। কম্প্রেস হচ্ছে তা স্ট্যাটাস বার দেখে জানা যাবে এবং কতটুকু সাইজ বাচলো তাও পাশাপাশি দেখা যাবে।
CompressNow
এটাও আরেকটি অনলাইন আপলোডার সাইট। কম্পিউটার থেকে ইমেজ আপলোড করে এই সাইট থেকে সাইজ কমানো যাবে। এক সাথে ১০ টি ইমেজ এবং ৩ মেগাবাইটের মধ্যে ইমেজ সাপোর্ট করে।এমন আরো অনেক অনেক সাইট এবং টুলস রয়েছে। সবগুলো ব্যবহার করতে হবে এমন নয়। আপনার প্রয়োজন মত একটি সিলেক্ট করে সব সময় ব্যবহার করুন। তবে অনেকগুলো সম্পর্কে জানতে দোষ কি!
0 comments:
Post a Comment