২০১১ সালের দিকে ইসরায়েলি মোবাইল কোম্পানি Modu থেকে মডিউলার স্মার্টফোনের কনসেপ্ট কেনার পর ২০১৩ সালের ১লা এপ্রিল থেকে ঐ প্রোজেক্টের উপর কাজ শুরু করে গুগল।
পরবর্তীতে গুগল তাদের এই প্রোজেক্টের নাম দেয় প্রোজেক্ট এআরএ। এই প্রোজেক্ট বাস্তবায়ন হলে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনটিকে ইচ্ছেমত কাস্টমাইজ করতে পারবে। ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, স্টোরেজ এবং স্মার্টফোনের অন্যান্য সব কম্পোনেন্ট মডিউলের মাধ্যমে পরিবর্তন করে নেয়া যাবে। যেমনটা আমরা আমাদের কম্পিউটারের সাথে করে থাকি।
পরিকল্পনা অনুযায়ী এবছরের শেষের দিকে ল্যাটিন অ্যামেরিকার পুয়ের্তো রিকায় প্রোজেক্টটি উন্মুক্ত করার কথা থাকলেও গেল সপ্তাহে এক টুইটে বলা হয়, ‘কোম্পানি প্রোজেক্টটি নিয়ে এখনও কিছুটা ব্যস্ত সময় পার করছে এবং পরিকল্পনা অনুযায়ী প্রোজেক্টটি আর ল্যাটিন আমেরিকায় উন্মুক্ত করা হচ্ছে না।’
তবে প্রতিশ্রুতি অনুযায়ী গুগল বেশ কিছু টুইটের মাধ্যমে জানিয়ে দেয় তারা যুক্তরাষ্ট্রে নতুন করে লঞ্চ লোকেশন খুঁজছে। কিন্তু এর পরেই আবার #yeswearelate হ্যাসট্যাগের সাথে একটা প্রশ্নও জুড়ে দেয় “When? 2016″।
যাইহোক, মোবাইলটি কবে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে এ নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোন সময় জানা যায়নি। তবে ২০১৬ সালেই যে উন্মুক্ত হতে যাচ্ছে গুগলের প্রোজেক্ট এআরএ এতে কোন সন্দেহ নেই
0 comments:
Post a Comment