উইন্ডোজের কিছু গুরুত্বপূর্ণ কীবোর্ড শর্টকাট

by 1:34 AM 0 comments

 অনেক সময় বিভিন্ন কাজ করার করার জন্য কম্পিউটারে খুব দ্রুত নেভিগেট করার প্রয়োজন পড়ে। আর আপনি যদি কোন কর্পোরেট ফার্মে কাজ করেন তাহলে কম্পিউটারে দ্রুত নেভিগেট করা আপনার জন্যে কিছুটা বাধ্যতামূলক। আর ঠিক এসব কথা মাথায় রেখেই ব্যবহারকারীদের জন্য উইন্ডোজে যোগ করা হয়েছে বেশ কিছু কি-বোর্ড শর্টকাট। আজ সেখান থেকেই গুরুত্ত্বপূর্ণ কিছু শর্ট নিয়ে আলোচনা করব।
আর শর্টকাটের দুনিয়ায় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এ লেখাটি আপনার জন্যই।

উইন্ডোজ ১০ এর নতুন কিছু শর্টকাট

  • Windows key + A: অ্যাকশন সেন্টার চালু করার জন্য
  • Windows key + C: লিসেনিং মোডে কর্টানা চালু করার জন্য
  • Windows key + I: সেটিংস অ্যাপ চালু করার জন্য
  • Windows key + S: নরমাল মোডে কর্টানা লঞ্চ করার জন্য
  • Windows key + Tab: টাস্ক ভিউ দেখার জন্য
  • Windows key + Ctrl + D: নতুন ভার্চুয়াল ডেস্কটপ তৈরি করার জন্য
  • Windows key + Ctrl + F4: বর্তমান ডেস্কটপ বন্ধ করার জন্য
  • Windows key + Ctrl + left or right arrow: ভার্চুয়াল ডেস্কটপগুলোর মধ্যে নেভিগেট করার জন্য

স্ট্যান্ডার্ড উইন্ডোজ শর্টকাট

  • Windows key (Windows 7 and up): স্টার্ট মেনু খোলা অথবা বন্ধ করার জন্য
  • Windows key + X (Windows 8.1 and 10): স্টার্ট মেনুর রাইট ক্লিকের কন্টেক্সট মেনু খুলতে/ বন্ধ করতে
  • Windows key + left or right arrow (Windows 7 and up): বর্তমান উইন্ডোটিকে বাম অথবা ডান দিকে স্ন্যাপ করতে
  • Windows key + E (Windows 7 and up): ফাইল এক্সপ্লোরার চালু করতে
  • Windows key + L (Windows 7 and up): ডেস্কটপ লক করে রাখতে
  • Alt + PrtScn (Windows 7 and up): বর্তমান উইন্ডোটির স্ক্রিনশট নিতে এবং তা ক্লিপবোর্ডে সেইভ করে রাখতে
  • Windows key + PrtScn (Windows 8.1 and 10): পুরো উইন্ডোর স্ক্রিনশট নিয়ে তা Computer > Pictures > Screenshots ফোল্ডারে সেইভ করে রাখতে

ব্রাউজারের জন্য শর্টকাট (অধিকাংশ ব্রাউজারের জন্য প্রযোজ্য)

  • Ctrl + T: নিউ ট্যাব খোলার জন্য
  • Ctrl + D: ওয়েবপেজ বুকমার্ক করার জন্য
  • Ctrl + L: বর্তমান URL হাইলাইট করতে (এতে করে URL কপি করতে অথবা নতুন করে অ্যাড্রেস লিখতে বেশ সুবিধা হয়)
  • Ctrl + Tab: খোলা ট্যাব গুলোতে নেভিগেট করার জন্যে
  • Ctrl + Enter: ওয়েব আড্রেসের শেষে “.com” যুক্ত করতে (যেমন, ‘google’ টাইপ করে Ctrl + Enter প্রেস করলেই google.com এ চলে যাবেন)
বারবার ব্যবহারের মাধ্যমে আয়ত্তে নিয়ে আসুন উইন্ডজের এ শর্টকাট কমান্ড গুলোকে আর শুরুহোক স্পীড ন্যাভিগেশন।

Unknown

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments:

Post a Comment